অবুঝ দুই শিশুর সেই মায়ের এখন কি অবস্থা?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 July 2018

অবুঝ দুই শিশুর সেই মায়ের এখন কি অবস্থা?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া:
জ্বরে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে আছেন একজন নারী। মাথায় পানি ঢালছেন ছোট্ট এক শিশু। ওই শিশুটি তার সন্তান। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়। ভিডিওটি প্রকাশের পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি পোস্ট করেছিলেন পারভেজ হাসান নামে এক স্বেচ্ছাসেবক।
ভিডিওটিতে দেখা যায়, মায়ের শরীরে জ্বর, কেউই তাকে দেখছে না। কিন্তু সন্তানই তার মাথায় বোতলের পানি ঢালছে। এতটুকু একটা শিশু কিভাবে বুদ্ধি করে মায়ের মাথায় পানি ঢালছে, তা নিয়ে অনেকেই অবাক হন। পাশাপাশি রাস্তায় পড়ে থাকলেও পারভেজ হাসানের আগে কেউই এগিয়ে আসেনি তাকে সাহায্য করতে, বিষয়টিও অনেককেই হতবাক করেছে।
জানা গেছে, সেই নারীর নাম ফরিদা বেগম। বাড়ি কুড়িগ্রামে। স্বামীর নাম আনসার আলী। এক ছেলে ও এক মেয়ে তাদের। ছেলের নাম ফরিদুল আর মেয়ের নাম আকলিমা। আকলিমাই জ্বরের মুখে তার মাথায় পানি ঢালে। নদীতে ঘর-বাড়ি বিলীন হয়ে যাওয়ার কারণে দুই বছর আগে ঢাকায় আসে তারা, থাকেন ফুটপাতেই।

শুক্রবার (৬ জুলাই) যখন ওই নারী রাস্তায় পড়েছিল, ওষুধ আর খাবার কিনে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পারভেজ হাসান। এরপর রবিবার (৮ জুলাই) আরও কয়েকজনের সহযোগিতা নিয়ে ফরিদা বেগমকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন পারভেজ।
চিকিৎসা নিয়ে ফরিদা বেগম এখন কিছুটা সুস্থ আছেন বলে বিডি২৪লাইভকে জানিয়েছেন পারভেজ হাসান। তিনি বলেন, ‘হাসপাতালা প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসকরা বলেছেন, তিনি এখন আগের থেকে অনেক সুস্থ।’
অসুস্থ ফরিদার জন্য শাড়ি এবং তার দুই সন্তানকে নতুন জামাও কিনে দেন পারভেজ হাসান। তিনি বলেন, ‘এখন তারা ফুটপাতেই আছেন। তাদের একটা থাকার জায়গা দরকার।’

এসময় তিনি ফরিদার পরিবারের পুনর্বাসনের জন্য বৃত্তবানদের প্রতি আহ্বানও জানান। তবে ফরিদা বেগম কুঁড়িগ্রামে ফিরে যেতে চান বলে জানান পারভেজ।
‘এ বিষয়ে কুঁড়িগ্রামের কেউ যদি সহযোগিতা করেন তাহলে সেখানে তাদের পুনর্বাসন করা যেতে পারে। এতে করে পরিবারটি খুবই উপকৃত হবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages