ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, রাশিয়া বিশ্বকাপ, ১৬ জুলাই ২০১৮ রিপোর্ট:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শূন্যস্থানটা কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে পূরণ করতে চেয়েছিলো লস ব্লাঙ্কোজরা। সম্প্রতি রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক চুকিয়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনাল্ডো। তবে, রিয়াল মাদ্রিদের প্রস্তাবে সাব না করে দিলেন এমবাপ্পে। তিনি নিজ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনেই (পিএসজি) থাকার ঘোষণা দিয়েছেন।
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। যেখানে অসামাণ্য অবদান ছিলো এমবাপ্পের। রাশিয়ায় চোখ ধাঁধানো পারফরমের মাঝপথ থেকে এমবাপ্পের ওপর নজর ছিলো রিয়ালের। তাকে পেতে দেনদরবারও শুরু করেছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে শেষে আশাহত হতে হয়েছে তাদের।
রিয়ালের প্রস্তাবে, এমবাপ্পে বলেন, আমি পিএসজিতেই থাকছি। দ্য পারিসিয়ানদের সঙ্গেই পথ চলতে চাই। যেখানে প্রকৃত অর্থে আমার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment