ভুয়া ‘প্রেস বিজ্ঞপ্তি’ নিয়ে উত্তর বিএনপিতে তোলপাড়!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 July 2018

ভুয়া ‘প্রেস বিজ্ঞপ্তি’ নিয়ে উত্তর বিএনপিতে তোলপাড়!-একুশে মিডিয়া

ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, ডেস্ক ১৮ জুলাই ২০১৮ ইং পিএম রিপোর্ট:
ঢাকা মহানগর উত্তর বিএনপির ঘোষিত থানা ও ওয়ার্ড কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়া ৩২ নেতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশের গণমাধ্যমে পাঠানো একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উত্তরে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা।
সেই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর উত্তর বিএনপির যে ৩২ জন নেতার স্বাক্ষর নিয়ে ঘোষিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে সেই আন্দোলনের সঙ্গে ছিলেন না স্বাক্ষর দেয়া ১৬ নেতা।
মহানগরী উত্তর বিএনপির প্রকাশনা সম্পাদক মশিউর রহমান বাবু স্বাক্ষরিত সেই প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, আন্দোলনকারীরা তাদের নাম ও স্বাক্ষর ব্যবহার করে অনৈতিক ফায়দা নিচ্ছে। বরং ৩২ নেতার মধ্যে উল্লেখিত ১৬ নেতা এমএ কাইয়ুম ও আহসান উল্লাহ হাসানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
কথিত ওই প্রেস রিলিজটি নিয়ে কমিটির পক্ষে থাকা নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নিন্দা জানান। এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য বিভিন্ন মিডিয়া হাউজেরও শরনাপন্ন হন অনেকে।
পরে স্বাক্ষর জাল করে প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো সেই মশিউর রহমান বাবু চাপের মুখে সামনে আসেন।

মঙ্গলবার তিনি তার নিজের ফেসবুক পেইজে কথিত সেই ‘প্রেস বিজ্ঞপ্তিটির’ একটি কপি পোস্ট করে লিখেন, ‘এই প্রেস রিলিজের সাথে আমার কোন সম্পর্ক নেই। এটি একটি মিথ্যা অপপ্রচার। আমার স্বাক্ষর জাল করে এই প্রেস রিলিজ দেয়া হয়েছে।’
মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাবুর সে ফেসবুক পোস্টটি ছড়িয়ে দেন। এ নিয়ে বিএনপিতে শুরু হয়ে যায় তোলপাড়।
প্রসঙ্গত, ঢাকা মহানগর উত্তরের থানা ও ওয়ার্ড কমিটি গঠনের অনিয়মের অভিযোগ তুলে এমএ কাইয়ুম ও আহসান উল্লাহ হাসানের বিরুদ্ধে দেড় মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছেন নগর বিএনপির ৩২ নেতা একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages