ছবি : ইন্টারনেট থেকে
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
কিম কার্দাশিয়ান। তিনি একজন মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেত্রী, সমাজকর্মী, ব্যবসায়ী নারী এবং মডেল।
কিম তার অভিনয় দিয়ে মিডিয়ায় ব্যাপকভাবে পরিচিত। এবার এই মার্কিন তারকা ব্যবসায় নাম লেখালেন। এখানেই শেষ নয়, ৫ মিনিটেই তার ব্যবসা থেকে আয় করেছেন ৫০ লাখ ডলার।
তিনি নিজেই বের করেছেন একটি সুগন্ধি। বলা হচ্ছে, এর ফলে মাত্র ৫ মিনেটের মধ্যে কিম কার্দাশিয়ান আয় করেছেন ৫০ লাখ ডলার।
এই মার্কিন তারকা অভিনেত্রী গত মঙ্গলবার নিজের পারফিউম বাজারে ছেড়েছেন। তিনি এর নাম দিয়েছেন কিমোজি চেরি, কিমোটি পিচ এবং কিমোজি ভাইভস। প্রত্যেকটি পারফিউমে নিজের নামের প্রথম অংশ যোগ করেছেন তিনি। কিমের এই সুগন্ধি বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক সাড়া পেয়েছেন। বলা যায়, এটা আকাশ চুম্বী।
তারকাদের নিয়ে রিপোর্ট প্রকাশ করে এমন একটি ওয়েবসাইট জানিয়েছে, ওই পারফিউমগুলো বিক্রি
শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে কিম কার্দাশিয়ানের কোম্পানি ৫০ লাখ ডলারের মালিক হয়ে গেছে। গড়ে প্রতি ১ মিনেটে কিম হয়ে উঠেছেন ১০ লাখ ডলারের মালিক। একুশে মিডিয়া।”
শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে কিম কার্দাশিয়ানের কোম্পানি ৫০ লাখ ডলারের মালিক হয়ে গেছে। গড়ে প্রতি ১ মিনেটে কিম হয়ে উঠেছেন ১০ লাখ ডলারের মালিক। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment