ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, ঠাকুরগাঁও রিপোর্ট:
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে জামুরী পাড়ার সুরুজ জামানের ছেলে বুলবুল (১৪) দুপুর দেড়টার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশেই টাঙ্গন নদীতে গোসল করতে যায়।
পানিতে খেলার সময় হঠাৎ তলিয়ে যেতে থাকে। বন্ধুরা খেলার তালে থাকলে সেদিকে খেয়াল করেনি। বুলবুল নিখোঁজ হবার পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় হয়। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment