ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া ডেস্ক ১৮ জুলাই ২০১৮ ইং পিএম রিপোর্ট:
বুধবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টা। রাজধানীর শাহবাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় কিছু মানুষের জটলা। কৌতুহল বসে সেই জটলার কাছে গেলাম। সেখানে গিয়ে যেটা দেখলাম তাতে শিউরে ওঠলো গোটা শরীর। একটা মানুষের মাথার উপর দিয়ে চলে গেছে বাস। ওফ! কি মর্মাহত দৃশ্য।
খোঁজ নিয়ে জানলাম, নিহত সেই ব্যক্তিটির নাম ওমর ফারুক। বয়স ৫০ বছর। ওই এলাকারি বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের এক চিকিৎসকের গাড়ি চালাতেন তিনি।
পরে নিহতের স্ত্রীর ছোট বোন স্বপ্না বলেন, ‘বোনকে নিয়ে বারডেম হাসপাতালে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। সে সময় দুলাভাই বারডেমের পশ্চিম পাশে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। বাসা চালককে এত করে বললাম আমাদের এই পারে নামিয়ে দেন। কিন্তু তিনি কথা না শুনে গাড়িটি টান দিয়ে সামনে নিয়ে যায়।’
‘যাওয়ার পথে অনেক জোরে একটা আওয়াজ পাই। বাস থেকে নেমেই দেখি আমার দুলাভাই আর নাই।’
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে শাহবাগ এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো. সারওয়ার বলেন, ‘বাসচাপায় প্রাণহানির ঘটনায় জব্দ করা হয়েছে ‘মেশকাত পরিবহন’ নামে বাসটিকে। সেই সঙ্গে বাসটির চালক আমিরুল ইসলামকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শিরাজ বিডি২৪লাইভকে বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা করা হয়নি। তবে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করার পর তাদের মধ্য থেকে কেউ মামলা করবেন বলে জানিয়েছে।’ একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment