নিজ কন্যা শিশুকে হত্যার দায়ে পিতার ফাঁসি-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 July 2018

নিজ কন্যা শিশুকে হত্যার দায়ে পিতার ফাঁসি-একুশে মিডিয়া

ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, নেত্রকোনা রিপোর্ট:
নেত্রকোনা জেলার পূর্বধলায় নিজ কন্যা শিশু নাসিমা আক্তারকে হত্যার দায়ে পাষণ্ড পিতা আবুল কাশেমকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা রবিবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে (পলাতক) এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার পূর্বধলা উপজেলার ধোবা হুগলা গ্রামের আব্দুল গনির ছেলে আবুল কাশেম।
আদালতের ভারপ্রাপ্ত পিপি সাইফুল আলম প্রদীপ জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ২০০৯ সালের ১০ অক্টোবর রাতে আসামি আবুল কাশেম তার নিজ কন্যা নাসিমা আক্তারকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় স্ত্রীকেও কুপিয়ে জখম করে কাশেম। ঘটনার দু’দিন পর ১২ অক্টোবর কাশেম নিজেই বাদী হয়ে প্রতিপক্ষের ৬ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামল দায়ের করেন।
পুলিশ দীর্ঘ তদন্তকালে জানতে পারে যে, প্রতিপক্ষকে ফাঁসাতেই সুচতুর আবুল কাশেম নিজেই মেয়েকে হত্যা করে প্রতিপক্ষের উপর দোষ চাপাতে চাইছে। ২০১৩ সালের ২৯ এপ্রিল পুলিশ আবুল কাশেমের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি কাশেমের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages