একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট :
ম্যাচ ফি এবং বেতন ভিন্ন জিনিস। মুস্তাফিজুর কোনো ম্যাচ খেলেন না অনেক মাস আছে। সেই মাসে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বেতন পাবেন। কিন্তু তিনি ম্যাচ ফি পাবেন না। বাংলাদেশের জন্য কোন আন্তর্জাতিক ম্যাচ খেললে সে ম্যাচ ফি যোগ্য হবে।
মাসিক বেতন: বিডিটি 200,000
ম্যাচ ফি -
ম্যাচ ফি -
ওডিআই (একদিনের আন্তর্জাতিক): বিডিটি ২0,00,00
টেস্ট (5 দিনের দীর্ঘ পরীক্ষা): বিডিটি 35,00,00
টি ২0 (খেলা শেষে ২0): বিডিটি 1২,50,00
টেস্ট (5 দিনের দীর্ঘ পরীক্ষা): বিডিটি 35,00,00
টি ২0 (খেলা শেষে ২0): বিডিটি 1২,50,00
মূলত, মুস্তাফিজুর রহমানের বেতন বৃদ্ধি পাবে যদি তিনি এ ক্যাটাগরির খেলোয়াড় হবেন। তিনি বাংলাদেশে বোলিং কাটারের সৃষ্টিকর্তা এবং তার কর্মজীবনের খুব প্রারম্ভিক সময় থেকে তিনি বোলিং নৈপুন্যে ক্রিকেটভক্তদের মন জয় করেছেন ।
আশা করি তিনি যত শীঘ্র সম্ভব একটি ক্যাটাগরি প্লেয়ারের মাইলফলকে পৌঁছাবেন। আমরা ফিজের জন্য সব ভাল ভবিষ্যতে কর্মজীবন প্রত্যাশা করি । একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment