গভীর রাতে ওষুধ খেয়ে হাসপাতালে এরশাদ!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 July 2018

গভীর রাতে ওষুধ খেয়ে হাসপাতালে এরশাদ!-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 
শনিবার দিনগত রাত প্রায় দুইটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন তিনি।
জাপা চেয়ারম্যানের প্রেস সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 
রোববার দুপুরে সুনীল শুভ রায় জানান, উনি (এরশাদ) খালি পেটে এন্টিবায়োটিক ওষুধ খেয়েছিলেন।
এতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং তার বমি হয়। 
পরে অসুস্থ বোধ করলে জরুরি ভিত্তিতে তাকে সরাসরি সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
এইচএম এরশাদ সম্প্রতি ভারত সফর করেন। ভারত সফর শেষে জাতীয় পার্টি সংবাদ সম্মেলন করলেও এতে তিনি উপস্থিত ছিলেন না। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages