ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
ফের যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল এক স্বঘোষিত ধর্মগুরুর৷ আশ্রমে ডেকে পুজোর নামে পুরুষ ভক্তদের যৌন শোষণের অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের এ গুরুর সেই কুকীর্তি ফাঁস হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
পুলিশ জানিয়েছে, প্রায় এক দশক ধরে পুরুষ ভক্তদের দীক্ষা নামে শোষণ করে আসছেন এই স্বঘোষিত ধর্মগুরু৷ তার আসল নাম আসুফ নুরি৷
সোশ্যাল মিডিয়ায় ফাস হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কিছু অল্প বয়সী যুবকের সঙ্গে জোর করে অপ্রাকৃত যৌনতায় লিপ্ত হচ্ছেন ওই ভণ্ড সাধু৷ এমন ভিডিও সামনে আসতে ওই ধর্মগুরুর বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়ের করা হয়৷
নির্যাতিত ভক্তরা জানিয়েছে, মহাজাগতিক শক্তি দ্বারা তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যৌনতায় লিপ্ত হতেন আসিফ নুরি৷ অভিযুক্ত ধর্মগুরু বিশেষত অল্পবয়সী বিবাহিত পুরুষদেরকেই বাছাই করে টার্গেট করতেন৷ পুজোর নামে আশ্রমের একটি ঘরে নিয়ে গিয়ে রীতিমতো ব্ল্যাকমেল করে অপ্রাকৃত যৌন সম্পর্ক স্থাপন করতেন তিনি৷ একুশে মিডিয়া।
No comments:
Post a Comment