শ্রীলঙ্কার বিপক্ষে চাপে টাইগাররা:একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 19 July 2018

শ্রীলঙ্কার বিপক্ষে চাপে টাইগাররা:একুশে মিডিয়া

ছবি: ফাইল ফটো
একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
বাংলাদেশ জাতীয় দলের যখন খারাপ সময় পার করছে তখন শ্রীলঙ্কার এ দলের বিপক্ষেও ভালো অবস্থানে নেই বাংলাদেশ এ দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ২ রানের নাটকিয় জয় পেয়েছিলো টিম-বাংলাদেশ। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ‘এ’ দল।
ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে সবকটি উইকেট হারিয়ে ৪৯.৪ ওভারে স্কোরবোর্ডে তুলে ২৭৫ রান। তাই বাংলাদেশকে জিততে হলে করতে হবে ২৭৬ রান।
এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় টাইগারদের। কিন্তু আজও নিজের সর্মথন জাগান দিতে পারেনি সৌম্য সরকার। শেষ পর্যন্ত আজও ব্যর্থ ছিলেন তিনি। ৫ বল খেলে ২টি চার ১২ রান করে ফিরে যায় সাজঘরে।
তার পরে দ্বিতীয় উইকেটের জুটিতে দলের রানের চাকা সচল রাখে দুই তরুণ মুখ সাইফ হাসান ও জাকির হাসান। জাকির দলীয় ৫০ রানের আগেই প্যাভিলিয়নে ফিরে যায়। এর কিছুক্ষণ পরই সাজঘরে ফিরতে হয় সাইফ হাসানকে। এখন তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ এ দলের স্কোর ৩ উইকেটে ১০৫ রান (১৯ ওভার)। ক্রিজে মিথুন ১৭ এবং আল আমিন ১০ রানে অপরাজিত আছেন।
টাইগার এ দল: সাইফ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন (অধিনায়ক), জাকির হাসান, আল-আমিন, আরিফুল হক, সানজামুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা এ দল: উপুল থারাঙ্গা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, শিহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, দাশুন শানাকা, আশান প্রিয়াঞ্জন, শাম্মু আশান, শিহান মাদুশাংকা, পুস্পাকুমারা, নিশান পেইরিস।একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages