একুশে মিডিয়া, বরিশাল রিপোর্ট:
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়ন থেকে আকলিমা বেগম (২৮) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আকলিমা ওই এলাকার বাসিন্দা জেলে কবির মাঝির স্ত্রী।
রোববার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার গৌরবদী ইউনিয়নের কাকরিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি দুর্বৃত্তরা জোরপূর্বক ঘরের ভেতর প্রবেশ করে আকলিমাকে ধর্ষণ শেষে হত্যা করেছে। নিহত আকলিমার দেড় ও আড়াই বছরে দুটি সন্তান রয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আকলিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে পরিবার। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment