বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না, যে সব খেলোয়াড়!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 4 July 2018

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না, যে সব খেলোয়াড়!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেক্স:
চলছে বিশ্বকাপের ২১ তম আসর। ইতোমধ্যে শেষ হয়েছে শেষ ষোলর খেলা। এরপর কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে আগামী শুক্রবার (৬ জুলাই) থেকে। কিন্তু এই পর্বে ৮টি দলের মধ্যে চারটি দলের জন্য রয়েছে দুঃসংবাদ। দলগুলো হলো- ফ্রান্স, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও সুইডেন। কারণ প্রত্যেক দলের একজন করে খেলোয়াড় আগের পর্বে দুইবার হলুদ কার্ড দেখেছেন। আর তাই কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তারা।
ব্লেইস মাতুইদি (ফ্রান্স)

শুক্রবার নিজনি নভগোরোদে উরুগুয়ের বিপক্ষে মাঠে দেখা যাবে না ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি মাতুইদিওকে। আগে থেকেই একটি হলুদ কার্ড দেখা মাতুইদি শেষ ষোলতে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।
ক্যাসেমিরো (ব্রাজিল)

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় ক্যাসেমিরোকে পাচ্ছে না ব্রাজিল। শেষ ষোলর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হলুদ কার্ড দেখেন তিনি। আগেই একটি হলুদ কার্ডের বোঝা ঘাড়ে ছিল তার।
মাইকেল লাস্টিং (সুইডেন)

শেষ ষোলতে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইডেন দলের ডিফেন্ডার মাইকেল লাস্টিং। এমন্তাবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দলের হয়ে খেলতে পারবেন না তিনি।
মার্সেলো ব্রোজোভিচ (ক্রোয়েশিয়া)

ডেনমার্কের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। আর তাই কোয়ার্টার ফাইনালে রাশিয়ার বিপক্ষের ম্যাচে মার্সেলোকে থাকতে হবে দর্শক সারিতে। সূত্র: বিডি২৪লাইভ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages