ধর্ষিতার বয়স ৪, ধর্ষকের ৬!!!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 4 July 2018

ধর্ষিতার বয়স ৪, ধর্ষকের ৬!!!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেক্স:
ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ৪ বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে। অবাক করা বিষয় হলো, যে চার জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে তাদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে। গত (৩০ জুন) চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।
এদিকে মোবাইলে পর্নগ্রাফি দেখেই এই ৪ ধর্ষক শিশুরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনা শুনে একরকম বাকরুদ্ধ হয়ে পড়েছে কানপুরের মহারাজপুর থানা এলাকার অসংখ্য মানুষ।
পুলিশ সুত্রে জানা যায়, বাড়ির বাইরে ৪ বছরের মেয়েটি খেলা করছিল। এ সময় ঐ চার নাবালক ৪ বছরের ছোট শিশু মেয়েটিকে পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
কানপুর পুলিশের কর্মকর্তা এ কে মিনা জানান, অভিযোগের ভিত্তিতে সেই চারজনের বিরুদ্ধে পকসো (POCSO Act) আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ জুলাই) এই চার অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের তিন দিন হোমে নজরবন্দি রাখা নির্দেশ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages