শিশু মেয়েকে বাজারে রেখে পালিয়ে গেছে মা!, কাঁদছে বিলকিছ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 14 July 2018

শিশু মেয়েকে বাজারে রেখে পালিয়ে গেছে মা!, কাঁদছে বিলকিছ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চাঁদপুর রিপোর্ট:
মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো’ বলে অবিরাম কান্না করছে চাঁদপুরের হাজীগঞ্জে উদ্ধার হওয়া এক কন্যা শিশু। আনুমানিক সাড়ে তিন বছরের বিলকিছ নামের এই কন্যা শিশুকে রেখে তার মা পালিয়ে যায় বলে পথচারিরা জানান।
শনিবার (১৪ জুলাই) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি হাজীগঞ্জ থানা হেফাজতে রয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি তার নাম বিলকিছ। সে মায়ের সাথে হাজীগঞ্জ বাজারে এসেছে এবং তার মা, তাকে বাজারে রেখে চলে যায় বলে জানায়। শিশুটি পুরো নাম-ঠিকানা বলতে না পারলেও তার মায়ের নাম- মায়া, বাবার নাম- সামছু, নানা- মালেক, মামা- সুরুজ এবং গ্রাম- বানেশ্বর বলে জানায়।
জানা যায়, শনিবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে শিশুটির কান্নায় মানুষের ভিড় জমে। তাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছু না বলে, শুধু মায়ের খোঁজে অবিরাম কান্না করতে থাকে। পরে মসজিদের মাইকে প্রচার করা হলেও শিশুটির অভিভাবকের খোঁজ না পাওয়ায় পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
থানা অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। সে পুরো ঠিকানা বলতে পারছেনা। শুধু মা, বাবা, নানা, মামা এবং গ্রামের নাম বলতে পারে। ছোট মানুষ, কথা কম বলে। তবে শুদ্ধ ভাষায় কথা বলে।
তিনি বলেন, তার মা তাকে বাজারে রেখে চলে যায় বলে শিশুটি জানায়। কোন সহৃদয়বান ব্যক্তি শিশুটির পরিচয় জানতে পারলে হাজীগঞ্জ থানায় অথবা ০১৭১৩-৩৭৩৭১৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages