ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, স্পোর্টস রিপোর্ট:
রাশিয়া বিশ্বকাপ উল্টে দিয়েছে সব হিসাব। গত এক মাস ধরে চলা এই আসরে ‘ফেবারিট’ বলে কোনো শব্দই যেন ছিল না। প্রায় প্রতিটি ম্যাচ হয়েছে উত্তেজনায় ঠাসা। এখানে যে ভালো খেলবে সেই জিতবে; কোনো ফেবারিটের বালাই নেই। বিদায় নিয়েছে ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম, আর্জেন্টিনার মতো দলগুলো। শিরোপা লড়াইয়ের শেষ দিন আজ।
বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বজয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং প্রথমবার ফাইনাল খেলা ক্রোয়েশিয়া।
চাপ কাজ করছে দু’দলের উপরেই। এখন পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে বিশ্বকাপের এ পর্যন্ত এসেছে তারা। ফ্রান্স দুর্দান্ত খেলে ফেবারিটের মতই ফাইনালে উঠেছে। অন্যদিকে লড়াকু মানসিকতাই ক্রোয়েশিয়াকে আজ তাদের ইতিহাসের সেরা সাফল্যের দ্বারপ্রান্তে এনেছে।
ফ্রান্স একাদশ : হুগো লরিস (গোলরক্ষক, অধিনায়ক), স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, লুকাস হার্নান্দেজ, বেনজামিন পাভার্দ, আন্তোনিও গ্রিজম্যান, এনগোলা কন্তে, পল পগবা, অলিভিয়ের জিরু, মাতুইদি ও কাইলিয়ান এমবাপে।
ক্রোয়েশিয়া একাদশ : ড্যানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালকো, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, ডোমাগজ ভিদা, ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান পেরেসিচ, ব্রোজোভিচ, মারিও মানজুকিচ, আনতে রেবিচ।
No comments:
Post a Comment