বিশ্বকাপে সুন্দরীদের টিভিতে দেখাতে ফিফার নিষেধাজ্ঞা!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 July 2018

বিশ্বকাপে সুন্দরীদের টিভিতে দেখাতে ফিফার নিষেধাজ্ঞা!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিশ্বকাপ রিপোর্ট:
রাশিয়ান নারীরা জন্মগতভাবেই সুন্দর। বিশ্বকাপের ২১তম আসর দেখতে গিয়ে রাশিয়ান সুন্দরীদের দিকে চোখ পড়েনি এমন পুরুষ হয়তো খুব বেশি পাওয়া যাবে না। খেলা সম্প্রচারকারী সংস্থা সুযোগ পেলেই গ্যালারি থেকে বেছে বেছে সুন্দরী নারীদের দেখায়। এ করণে চ্যানেলগুলোর জনপ্রিয়তা কিছুটা হলেও বাড়ে কিন্তু আর হয়তো রাশিয়া সুন্দরী নারীদের দেখার সুযোগ হবে না সৌন্দর্যপ্রেমীদের। কারণ এখন থেকে বিশ্বকাপ দেখতে আসা সুন্দরী নারীদের টিভি ক্যামেরায় দেখাতে বারণ করে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা।
ফেডরিকো আদিয়েচি নামের ফিফার এক শীর্ষ কর্মকর্তা এই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। ফিফার এই নিয়ম কেবল চুক্তিবদ্ধ ব্রডকাস্টারদের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে বলে তিনি জানান। আদিয়েচি বলেন, ‘আমরা শুধুমাত্র বাছাইকৃত ব্রডকাস্টারদের বলেছি এমনটা আর করতে না। আমাদের চুক্তিবদ্ধ ব্রডকাস্টার যারা ছিল তাদের এই ব্যাপারে সতর্ক করেছি।’
নারীদের সম্মান রক্ষার্থে ও বিশ্বকাপের সম্মান ও মর্যাদা সমুন্নত আরও আগেই এমন সিদ্ধান্ত নেয়ার উচিৎ ছিল বলে মনে করেন আদিয়েচি। তবে এ ব্যাপারে আগে কোন পদক্ষেপ না নিলেও, অন্যান্য অসামঞ্জস্য সবকিছুর ব্যাপারে তৎপর রয়েছে ফিফা এমনটাই জানান ফিফার কর্মকর্তা।
এদিকে ‘গেটি ইমেজেস’ নামের ছবির জনপ্রিয় ওয়েবসাইট বিশ্বকাপের সুন্দরী নারীদের নিয়ে একটি আলাদা বিভাগই খুলে বসেছিল। যেখানে বসেছিল বিশ্বের নানান দেশের নানান সুন্দরী সমর্থকদের ছবির বাহার। ফিফার নিষেধাজ্ঞা আসার পর তারাও নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং ওয়েবসাইট থেকে সেই বিভাগটি মুছে দিয়েছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages