ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, টাঙ্গাইল রিপোর্ট:
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হেলাল উদ্দিন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাবদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ওই এলাকার মৃত হাজী জালাল উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের খাবার শেষে হেলাল উদ্দিন বসত ঘরের ভেতরে শুকাতে দেওয়া গামছায় হাত মুখ মুছতে যান। ভেজা গামছাটি রাখা তার বিদ্যুতায়িত হয়ে ছিল। এ অবস্থায় ওই গামছাতে হাত মুখ মুছতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে প্রথমে বাসাইল ও অবস্থার অবনতি হলে মির্জাপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment