আজ শনিবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

আজ শনিবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি। ২৮ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর রবির প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮।
আপনার শুভ বর্ণ: কমলা।
শুভ গ্রহ ও বার: রবি।
শুভ রত্ন: রুবী।
চন্দ্রের অবস্থান: 
আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। প্রতিপদ তিথি রাত: ৩:১৭ থেকে ২য়া তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০এপ্রিল): 
আজ মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো দায়িত্বপূর্ণ পদ প্রাপ্তি হতে পারে। সুনাম ও সম্মান হানি হবার আশঙ্কা প্রবল।। পিতার সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা দেখা যায়। বেকারদের চাকরী সংক্রান্ত তদবিরে অগ্রগতি হতে পারে। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ঝামেলাপূর্ণ।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০মে): 
বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। ধর্মীয় বা অতিন্দ্রীয় কোনো সাধকের সাথে দেখা করতে পারেন। বিদ্যার্থীদের উচ্চ শিক্ষা সংক্রান্ত বৃত্তি লাভের যোগ প্রবল। জীবীকার জন্য জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বৈদেশীক ব্যবসার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ। মানসিক অস্থিরতা দেখা দেবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন):
 মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। আজ কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। পুলিশী হয়রাণী বা গ্রেফতার সম্পর্কে সতর্ক হতে হবে।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): 
আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। অংশিদারী বা যৌথ ব্যবসায় কিছু লোকসানের আশঙ্কা রয়েছে। জীবন সাথীর মন মেজাজ ভালো যাবে না। অকারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। অংশীদারের রহস্য জনক আচরণে কিছুটা ব্যাথা পেতে পারেন। শ্বশুর বাড়ীর আত্মীয়র দ্বারা কোনো কাজ ঊদ্ধার করাতে পারবেন। 

সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): 
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এলার্জীর কোনো পীড়ায় কষ্ট পেতে পারেন। আজ বেসরকারী চাকরীজীবীরা সহকর্মীদের রহস্য জনক আচরন থেকে সতর্ক থাকুন। ব্যবসায়ীরা অধিনস্ত কর্মচারীর দ্বারা ক্ষতির সম্মূখীন হতে পারেন। কাজের লোকের দ্বারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবার যোগ। 

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): 
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি প্রেম ও রোমান্সে অপ্রত্যাশিত বাধা বিপত্তির। হটাৎ করে পুরোনো প্রেমে কোনো ঝামেলা দেখা দেবে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা। সংসারে কোনো অণৈতিক বিষয় নিয়ে ঝামেলা দেখা দেবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ। পরকিয়া থেকে সাবধান হতে হবে। 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১অক্টোবর): 
আজ তুলা রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সাথে কোনো আভ্যন্তরীন বিষয় চলতে থাকা বিরোধের অবসান হবার যোগ নেই। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মাতৃকূলের কোনো আত্মীয়র যন্ত্রনায় অতিষ্ট হতে পারেন। যানবাহন ক্রয়ে ঠকবার আশঙ্কা প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): 
আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সাংবাদিক ও সাহিত্যিকদের কাজের ঝামেলা বৃদ্ধি পাবে। প্রকাশকরা কোনো আইনি জটিলতায় পড়তে পারেন। ছোট ভাই বোনের সাথে বিরোধ হবার আশঙ্কা। আপনার সম্মান ও মর্যাদার অপব্যবহার হতে পারে। বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের লাভের আশা রয়েছে। সকল প্রকার যোগাযোগে লাভবান হবেন। 

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): 
ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের যোগ দেখা যায়। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ঝামেলা হবার আশঙ্কা। বাড়ীতে শ্যালক শ্যালিকার সাথে বিবাদ হতে পারে। বস্ত্র ব্যবসায় কিছু লাভের আশা করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): 
মকর রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও মানসিক অস্থিরতা রাগ ও জেদ আপনার ক্ষতি করতে পারে। কারো দ্বারা ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। পরীক্ষার্থীদের পড়াশোনায় আরো বেশী মনযোগী হবার প্রয়োজন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): 
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। বৈদেশীক প্রতিষ্ঠানে কর্মরতদের ঝামেলা বৃদ্ধি পাবে। রিক্রুটিং এজেন্সী বা ট্রাভেল এজেন্টদের কর্মক্ষেত্রে কোনো আইনগত জটিলতা দেখা দেবে। আমদাণী রাপ্তাণী বাণিজ্যে কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা কোনো ঝামেলায় পড়তে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): 
মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। বন্ধুর সাথে কোনো সামান্ন বিষয় নিয়ে বিরোধ দেখা দেবে। আজ ব্যবসায়ীক কাজে অগ্রগতি আশা করা যায়। বৈদেশীক বাণিজ্যে ভালো আয়ের সুযোগ পাবেন। বড় বোন বা ভাই এর কাছ থেকে সাহায্য লাভের যোগ।
একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages