নোয়াখালীতে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত তিনমাসের মধ্যেই: বিমানমন্ত্রী-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 July 2018

নোয়াখালীতে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত তিনমাসের মধ্যেই: বিমানমন্ত্রী-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, নোয়াখালী রিপোর্ট:
আগামী তিনমাসের মধ্যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে নোয়াখালীর বিমানবন্দরের অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
রোববার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরশুল্লাকিয়া গ্রামে ১৬ একর ভূমির ওপর ১৯৯৩ সালে নির্মিত একমাত্র বিমানবন্দরটির রানওয়ে পরিদর্শন শেষে একথা জানান তিনি।
শাহজাহান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি জেলায় একটি করে বিমানবন্দর নির্মাণ করা হবে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
এক প্রশ্নের জবাবে পর্যটনমন্ত্রী বলেন, নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ ও সুবর্ণচর পর্যটন শিল্পের সম্ভাবনাময় একটি খাত। এই খাতকে কাজে লাগাতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং কিছুদিনের মধ্যে এটা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াস শরিফ। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages