একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নং টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের দোতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (১৫ জুলাই) সন্ধ্যায় সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। দমকল কর্মীরা এখন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
তবে ঠিক কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণাত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হতাহতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা তাও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় হজ যাত্রীসহ সিডিউল ফ্লাইটের বিপুল সংখ্যক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগে, গত বছর হযরত শাহজালাল বিমানবন্দরে মূল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তখন বিমানবন্দরে আগুন লাগার খবরে মূল ভবনের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। জানা যায়, বিমানবন্দরের মূল ভবনের তিনতলায় এয়ার ইন্ডিয়ার অফিসে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দু’টি অফিস কক্ষে ছড়িয়ে পড়ে।
কর্তব্যরত কর্মকর্তারা অগ্নিনির্বাপণ গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এরপর ছুটে আসে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট। তার সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
এ সময় দুপুর দেড়টার পর থেকে বিকেল চারটা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। পরে বিকাল চারটার দিকে বিমানবন্দরে সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment