দাবদহ থেকে বাঁচতে নদীতে নেমে প্রাণ গেল দুই কিশোর!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 21 July 2018

দাবদহ থেকে বাঁচতে নদীতে নেমে প্রাণ গেল দুই কিশোর!-একুশে মিডিয়া


দিনাজপুর রিপোর্ট:

দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
পৌর শহরের ঢেপা নদীর স্লুইস গেট এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. রাজু (১৬) ও মো. জাহিদুল ইসলাম জাহিদ (১৭)। 
রাজু বীরগঞ্জ পৌর শহরের সেন্টার পাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। জাহিদুল ইসলাম জাহিদ একই এলাকার পোস্ট অফিস মোড়ের ইনসান আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. আলম হোসেন জানান, দাবদাহের কারণে দুপুর সাড়ে ১২টায় পাঁচ কিশোর বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীর স্লুইজ গেটে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তিন কিশোর পানি থেকে উপরে উঠে আসলেও রাজু ও জাহিদুল ইসলাম জাহিদ নামে দুই কিশোর পানির স্রোতে তলিয়ে যায়।
তিনি জানান, এসময় উপরে উঠে আসা তিন কিশোরের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। পরে শতাধিক তরুণকে নিয়ে উদ্ধারে নামেন পৌর ছাত্রলীগের সভাপতি মো. মোনায়েম খান। তাদের সঙ্গে নৌকা নিয়ে যোগ দেয় স্থানীয় জেলেরা।
দুপুর দুইটায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. মোর্শেদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার কাজে যোগ দিলে দুপুর দুইটা ৩৫ মিনিটে দুই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলে জানান আলম হোসেন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহামুদুল হাসান পলাশ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছে।
দুই কিশোরের অকাল মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সাকিলা পারভীন নদীতে ডুবে দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages