একুশে মিডিয়া স্পোর্টস রিপোর্ট:
এমন সিদ্ধান্ত যে আসতে পারে তা অনেকেটা অনুমিতই ছিল। একে তো প্রিমিয়ার লিগে চেলসি ভালো করেনি। তারওপর মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে সম্পর্কটাও ভালো যাচ্ছিলো না। তাই কোচ অ্যান্তোনিও কন্তের ব্লুজ শিবির থেকে থেকে বিদায়টা ছিল সময়ের ব্যাপার। হয়েছেও তাই।
স্কাই স্পোর্টস জানিয়েছে, বরখাস্ত করা হয়েছে কন্তেকে। তাঁর স্থলাভিষিক্ত হবেন নাপোলির মরিসিও সারি। সঙ্গে করে নিয়ে আসছেন নাপোলির ইতালিয়ান মিডফিল্ডার জর্গিনহো।
কন্তে দুই মৌসুম আগে এসেই চেলসিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতান। কিন্তু সর্বশেষ মৌসুমটা ভালো কাটেনি। শীর্ষ চারে না থাকায় চেলসি নেই চ্যাম্পিয়নস লিগে। তবে সবকিছু ছাপিয়ে রোমান আব্রাহিমোভিচের সঙ্গে সম্পর্কের অবনতিই তার বরখাস্তের বড় কারণ। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment