শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 July 2018

শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’

ছবি সংগৃহীত
একুশে মিডিয়া:
আবারও শুরু হচ্ছে চলচ্চিত্রের নতুন তারকা খোঁজার প্লাটফর্ম ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। এবার চতুর্থবারের মতো আয়োজনটি শুরু হতে যাচ্ছে।
এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) তিনবার নতুন মুখের এ আয়োজন করেছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে নায়ক হয়েছিলেন প্রয়াত সুপারস্টার নায়ক মান্না।

এছাড়া বিভিন্ন বছরগুলোতে এসেছেন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো জনপ্রিয় তারকা।
এবার প্রথমবারের মতো এই আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সহযোগিতায় থাকবে এফডিসি।
শিগগিরই শুরু হবে নায়ক-নায়িকা খোঁজার প্রতিযোগিতা ‘নতুন মুখের সন্ধানে’।  এ উপলক্ষে আগামী ১৪ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। 
জানা গেছে, আগামী ১৪ জুলাই প্রচারস্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশকিছুর আনুষঙ্গিক চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে। নতুনদের অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন শুরু হবে ২৯ জুলাই থেকে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages