মধ্যরাতে শেষ তিন সিটির নির্বাচনী প্রচারণা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 28 July 2018

মধ্যরাতে শেষ তিন সিটির নির্বাচনী প্রচারণা-একুশে মিডিয়া


ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া রিপোর্ট:
সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি নির্বাচনের সব ধরনের প্রচারকাজ শনিবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।
এদিকে বৈরি আবহাওয়া উপেক্ষা করেও, এ কয়েকদিন নির্বাচনি প্রচারে সরগরম ছিল তিন সিটি কর্পোরেশন। গত কয়েকদিনের প্রচারণায় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আধুনিক নগর গড়ার স্বপ্ন দেখিয়েছেন মেয়র প্রার্থীরা। তবে প্রার্থীদের প্রতিশ্রুতিতে নয়, অতীক কর্মকাণ্ড ও যোগ্যতা বিবেচনায় রেখেই নতুন নগরপিতা নির্বাচিত করতে চান ভোটাররা।
নির্বাচনী আইন অনুযায়ী ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। মিছিল-শোভাযাত্রাও নিষিদ্ধ থাকবে ১ আগস্ট পর্যন্ত। এছাড়া সুষ্ঠু ভোটের জন্য বহিরাগতদের শুক্রবার রাত ১২টা থেকে নির্বাচনি এলাকায় অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
শেষ সময়ে তিন সিটিতে গণসংযোগ করছেন প্রার্থীরা। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহীতে ১৯, বরিশালে ১৯ এবং সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, জোরদার করা হয়েছে টহল। নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
আগামী ৩০শে জুলাই অনুষ্ঠেয় সিটি নির্বাচনে মেয়র পদে সিলেটে ৭ জন, রাজশাহীতে পাঁচজন এবং বরিশালে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages