এবার সৌদির নারীরা বিমান চালবেন!
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
এবার সৌদির নারীরা বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নেবেন। নিষেধাজ্ঞার পর্দা একে একে সব উঠে যাচ্ছে। প্রথমে সিনেমা, পরে স্টেডিয়ামে খেলা দেখা, তার পরে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবার বিমানও চালাতে পারবে সৌদি নারীরা। গত মাসেই গাড়ির স্টিয়ারিং হাতে ধরেছেন এবার ধরবেন বিমানের কন্ট্রোল হুইল। খবর খালিজ টাইমসের। যুক্তরাজ্যভিত্তিক অক্সফোর্ড এভিয়েশন অ্যাকাডেমি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে নতুন শাখা খোলার পর কয়েকশ’ নারী আবেদন করেছে। আগামী সেপ্টেম্বর থেকে তারা এসব নারীদের বিমান চালনার প্রশিক্ষণ দেয়া শুরু করবে।
বেসামরিক বিমানের পাইলট হতে চান দালাল ইয়াশার। তিনি বলেন, মানুষজন আগে বিমান চালনা শিখতে বিদেশ যেত, যেটি পুরুষদের তুলনায় নারীদের জন্য বেশি কষ্টকর ছিল। কিন্তু আমাদের এখন আর বিদেশ যেতে হবে না। তিনি বলেন, আমরা সেই সময় পার করে এসেছি, এখন নারীদের কর্মক্ষেত্র সীমিত নয়। কাজের সবক্ষেত্রই এখন নারীদের জন্য উন্মুক্ত। যদি আপনার ক্ষুধা থাকে, যোগ্যতা থাকে। এর আগে সৌদি আরবে ২০১৪ সালেই হানাদি আল-হিনদি নামে এক নারীকে বিমান চালানোর লাইসেন্স দেয়া হয়েছিল। তিনি সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের মালিকানাধীন হোল্ডিং কোম্পানির নিজস্ব প্লেন চালাতেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment