সিরাজগঞ্জে ভণ্ড পীরের আসরে পতিতা, হাতেনাতে ধরা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 1 July 2018

সিরাজগঞ্জে ভণ্ড পীরের আসরে পতিতা, হাতেনাতে ধরা


একুশে মিডিয়া:

সিরাজগঞ্জে হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া পূর্বপাড়া গ্রামের আবদুল কাদের ফকির ওরফে টনক খুলু নামের ভণ্ড পীরের বাড়িতে অভিযান চালিয়ে খদ্দেরসহ এক পতিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুরিদ সেজে ভণ্ড পীরের আসরে যায় ওই পতিতা। শুক্রবার রাত ১০টার দিকে অভিযানে যায় পুলিশ। এ সময় পতিতা নিয়ে বাড়ির একটি কক্ষে ফুর্তি করার সময় আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ভণ্ড পীর।
পাশাপাশি ঘরের অপর একটি কক্ষ থেকে পীরের এক সহযোগীকে পতিতা নিয়ে ফুর্তি করার সময় আপত্তিকর অবস্থায় ধরা হয়। এর মধ্যে পুলিশকে ফাঁকি দিয়ে ভণ্ড পীর ও এক পতিতা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক পতিতা ও এক খদ্দেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাদপুর উপজেলার শরিষাকোল গ্রামের মন্টু মণ্ডল (৪৭) ও মাগুড়া জেলার মোহাম্মদপুর থানার কানুটিয়া গ্রামের তরুণী (২৫)। এ ঘটনায় শাহজাদপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস বাদী হয়ে এদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া।
তিনি বলেন, পতিতা ও খদ্দের গ্রেপ্তার হলেও ভণ্ড পীর ও অপর এক পতিতা পালিয়ে যাওয়ার ঘটনা রহস্যজনক। তাদের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানায়, পোরজনা গ্রামের আবদুল কাদের ফকির ওরফে টনক খুলু গ্রাম থেকে বিতাড়িত হয়ে এক যুগ আগে ডায়া গ্রামে বসতি স্থাপন করে। এরপর গ্রামের কিছু প্রভাবশালীর সহযোগিতায় বাউল তরিকার পীর ব্যবসা শুরু করে। এরপর থেকে তার বাড়িতে দূর-দূরান্ত থেকে মুরিদ বেশে পতিতা ও খদ্দেরের আনাগোনা শুরু হয়।
সম্প্রতি তারা মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে গ্রামে বহিরাগত মাদকসেবীর আনাগোনা চরম হারে বেড়ে যায়। এতে গ্রামের নিরীহ পরিবারের সন্তানরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে। এ থেকে রক্ষা পেতে শুক্রবার রাতে পুলিশের সহযোগিতায় ভণ্ড পীরের আস্তানায় যায় গ্রামবাসী। সেই সঙ্গে তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় ভণ্ড পীর এক পতিতা নিয়ে পালিয়ে যায়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages