পুলিশের দুই চেহারা দেখল শিক্ষার্থীরা!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 31 July 2018

পুলিশের দুই চেহারা দেখল শিক্ষার্থীরা!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
সহপাঠির মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছে না স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা। এমন অবস্থায় যেন ক্লাসে মনোযোগ থাকে না তাদের। শোক-ক্ষোভ উভয়ই কাজ করে তাদের ভিতরে। এর ফলে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়ার। আর এ প্রতিক্রিয়াই তাদের নিয়ে আসে পথের দ্বারপ্রান্তে!
রবিবার (২৯ জুলাই) বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রবি, সোম ও মঙ্গলবার বিমানবন্দর সড়কে নেমে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রবি ও সোমবার ভালো গেলেও মঙ্গলবার পথে নেমেই পুলিশের মুখোমুখী হতে হয় শিক্ষার্থীদের।
মঙ্গলবার ঢাকার বেশ কয়েক জায়গায় লাঠিচার্জের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় সেসব ঘটনার ছবি ও ভিডিও ঘুরে ফিরছে। মিরপুরে শহীদ স্মৃতি পুলিশ কলেজের ছাত্রদের অবরোধকালে পুলিশের লাঠিচার্জে মাথা ফেটে যায় এক শিক্ষার্থীর- এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একই প্রতিষ্ঠানের ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ছবি ভাইরাল হয়।
অপরদিকে ভাইরাল হওয়া অপর এক ছবিতে দেখা যায়, পুলিশ এক শিক্ষার্থীকে বুকে জড়িয়ে নিয়েছে।
স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে ছবি দু’টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে যেমন পুলিশের সমালোচনা চলছে অন্যদিকে পুলিশের ইতিবাচক চেহারার ছবি এনে সকল পুলিশ সদস্যদের এমন মানবিক হওয়ার আবেদন জানানো হচ্ছে।


রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা পুলিশের হাতে ফুল তুলে দেয়। স্বাভাবিকভাবেই পুলিশ তাদের সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হয়।
অন্যদিকে রমিজ শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ও শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ চড়াও হয়। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages