একুশে মিডিয়া:
গত ২৬জুন মোঃ আবু রায়হান মোল্লা, পিতা আনোয়ার হোসেন মোল্লা, মাতা আছমা সুলতান, পুটিয়া কামারগাঁও নিজ বাড়ী থেকে ছাত্রের মা পুটিয়া বাজার থেকে আশি টাকা ভাড়া দিয়ে বিকাল ৫ টায় গাড়ীতে তুলে দেয়। মাদ্রাসায় যাওয়ার জন্য কিন্তু পরবর্তীতে খোজ নিয়ে জানা যায় সে মাদ্রাসায় যায় নাই। এখনো পর্যন্ত বাড়ীতে ফিরে আসে নাই। বহু খোজা খোজি করার পর এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায় নাই। নরসিংদী এমদাদিয়া উমুল মারকাজ মাদ্রাসার হেফজ খানার ছাত্র ছিল। ছেলেটির বাম হাতে সমস্যা আছে। কোন স্ব-হৃদয় বান ব্যাক্তি যদি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে অভিভাবক ০১৯২০৯৭৫৫০৪ অথবা শিবপুর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
No comments:
Post a Comment