সোমবার আপনার দিনটি যেমন কাটবে?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 July 2018

সোমবার আপনার দিনটি যেমন কাটবে?-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র নেপচুন। ১৬ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর নেপচুনের প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ৭,১৬,২৫।
আপনার শুভ বর্ণ: সাদা, বেগুণী।
শুভ গ্রহ ও বার: সোম।
শুভ রত্ন: মুক্তা ও একুয়ামেরীন।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। ৪র্থী তিথি রাত: ১১:৫৮ পর্যন্ত পরে ৫মী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল):
মেষ রাশির জাতক জাতিকার দিনটি ব্যস্ততায় কাটবে। সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে পারেন। বিদ্যার্থীদের পরীক্ষার চাপ বৃদ্ধি পাবে। রোমান্টিক বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারনে ঝামেলা হতে পারে। সৃজনশীল পেশাজীবীরা কোনো ভালো সুযোগ পেয়ে যাবেন। শিল্পকলার সাথে জড়িতদের ভালো রোজগারের যোগ রয়েছে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে):
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। পারিবারিক ক্ষেত্রে আপনার প্রত্যাশা পূরণে বার বার বাধা আসবে। কোনো আত্মীয়র ষঢ়যন্ত্রের শিকার হতে পারেন। মায়ের সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল। ভূমি স্থাবর ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলা দেখা দেবে। যানবাহন সংক্রান্ত ঝামেলা দেখা দেবে। আজ আসবাবপত্র বা গৃহে ব্যবহৃত যন্ত্রংশ মেরামতে বহু অর্থ ব্যয়ের যোগ।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন):
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদেশ থেকে কোন ভালো সংবাদ পেতে পারেন। আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে। স্বর্ণালঙ্কার ও বস্ত্র ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে। ছোট ভাই বোনের বেকারত্বের অবশান আশা করা যায়। সাংবাদিক ও প্রকাশকদের নতুন কাজের যোগ হতে পারে। বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের যোগ প্রবল।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই):
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। বৈদেশিক কোনো কাজে কিছু অর্থ ব্যয়ের যোগ প্রবল। খাদ্য ও পানিয়ের ডিলারদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বাড়ীতে আত্মীয়র আগমনের যোগ। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট):
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আপনার ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা। পারিবারিক কোনো বিরোধের অবশান হতে পারে। জীবন সাথীর সাহায্য পাবেন। রাজণৈতিক কাজে অগ্রগতি হবে। জনসংযোগে লাভবান হবেন। ব্যবসায় নতুন বিনিয়োগ শুভ।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): 
কন্যার জাতক জাতিকার দিনটি ভালো যাবে । আজ দূরে কোথাও যাত্রার পরিকল্পণা করতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায় আয় রোজগার বাড়বে। উবার ও পাঠাওয়ের ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। প্রবাসীদের সময় ভালো যাবে। কোনো জটিলতার অবসান হতে পারে। গৃহস্থালী দ্রব্য ক্রয় করতে পারেন। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধির যোগ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): 
তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরী সংক্রান্ত কোনো পরীক্ষার ফল আপনার অনুকূলে আসতে পারে। সকালের দিকে সরকারী কাজ কর্ম শুভ। ব্যবসা বাণিজ্যে বন্ধু বা বড় ভাই এর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজে অগ্রগতি হবে। বন্ধুর কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন। বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ প্রবল। 

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): 
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে । আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ প্রবল। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার আনুকূল্যে নতুন দায়িত্ব পেতে পারেন। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করেও সফল হবে না। ব্যবসা বাণিজ্যে কোনো রাজনৈতিক ব্যক্তির সাহায্য আশা করতে পারেন। সরকারী চাকুরেদের উচ্চাকাঙ্খা পূরণ হবার সম্ভাবনা প্রবল।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): 
ধনু রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ বলাবান। আমদানী রপ্তাণী বা বৈদেশীক পণ্যর ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো অনুষ্ঠানে কিছু অর্থ সাহায্য দিতে পারেন। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করবেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। 

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): 
মকর রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ মামলা ও আইনগত জটিলতায় ভুগতে পারেন। কোনো মামলার রায় আপনার বিরুদ্ধে যেতে পারে। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন। ব্যক্তিগত পাওনাদারের সাথে কোনো কারনে ভুলবুঝাবুঝি দেখা দেবে। কোনো পরিচিত জনের অসুস্থতার কারনে কিছু অর্থ সাহায্য করতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী):
কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের পর ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। জীবন সাথীর রহস্যজনক আচরনে কষ্ট পাবার সম্ভাবনা। ঝুকিপূর্ণ রহস্যজনক বানিজ্যে ভালো আয় হতে পারে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে অনাকাঙ্খীত বাধা বিপত্তি দেখা দেবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ):
মীন রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য খারাপ হবার আশঙ্কা। কর্মস্থলে সহকর্মীদের দ্বারা ক্ষতির সম্মূখীন হতে পারেন। মূল্যবাণ কোনো ডকুমেন্ট হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। আজ আপনার কম্পিউটার বা মোবাইল সফটওয়ার ক্রাশ করতে পারে। কাজের লোকের দ্বারা কিছু অর্থহাণীর আশঙ্কা রয়েছে।
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages