বাসচাপায় শিক্ষার্থী হত্যায় ফেসবুকে প্রতিবাদের ঝড় ‘মাননীয় প্রধানমন্ত্রী লাগাম টানুন’-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 July 2018

বাসচাপায় শিক্ষার্থী হত্যায় ফেসবুকে প্রতিবাদের ঝড় ‘মাননীয় প্রধানমন্ত্রী লাগাম টানুন’-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, বিশেষ রিপোর্ট:
‘মাননীয় প্রধানমন্ত্রী লাগাম টানুন। গরু-ছাগল চেনা ঘোড়াগুলো ক্ষেপে গেছে। তারা মানুষ চিনছে না। রাস্তায় রক্তের দাগ, সেই রক্তের দাগ মাড়িয়ে আপনার সুরক্ষিত গাড়িবহর ছুটে যায়। আপনার অজান্তেই হয়তো আপনার গাড়ির চাকায় লেপ্টে যায় কোনও এক নিষ্পাপ শিশুর রক্ত। শিশুর রক্ত মাড়িয়ে যাওয়ার মতো মানুষ তো আপনি নন। এ দায় তবে কেনো আপনাকে বহন করতে হবে। ক্ষ্যাপা ঘোড়াগুলোর লাগাম টানুন।’- নিজের ফেসবুকে এভাবেই স্ট্যাটাস লিখেছেন নাট্যকার মাসুম রেজা। পরবর্তীতে আরেকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন-‘শিক্ষার্থীদের উপর হামলা করবেন না। দাবি মেনে নিয়ে ওদের নির্বিঘ্নে ঘরে ফেরান।’
গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ৮-১০ জন শিক্ষার্থী।
ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এর আগে নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। তারপর থেকে রাজপথে নেমে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।
এই আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস লিখছেন। ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন- ‘হোক প্রতিবাদ। বিচার চাই।’ সঙ্গে নিজের ফেসবুকের প্রোফাইল ছবি কালো করে নিজের অবস্থান জানিয়েছেন এই তারকা।
অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে লিখেছেন- ‘এই বাচ্চাদের অবরোধে পরে সাড়ে পাঁচঘণ্টায় পূবাইল শুটিং সেটে আসলাম। আমি ভীষণ অসুস্থ, ফিরবো কিভাবে, কয় ঘণ্টায় জানি না। তবুও কোনও রাগ হয়নি। প্রাণছেঁড়াধন, সোনার বাচ্চারা, আমরা তোমাদের কোনও নিরাপত্তা দিতে পারিনি। তাই আজ পথে নামতে হয়েছে তোমাদের। এই মা তোমাদের সাথে আছে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। এটা তোমাদের কোনও এক মায়ের আকুতি।’
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন- ‘বাইরের দেশে লাইসেন্স অর্জন করা যত কঠিন, লাইসেন্স টিকাইয়া রাখা তার চেয়েও কঠিন। আমাদের দেশে লাইসেন্স পাইতে ঝামেলা নাই, টিকাইয়া রাখতে তো আরো ঝামেলা নাই। এখানে মানুষের প্রাণের কোনো দাম নাই। আপনি মানুষ মারবেন, আর নৌমন্ত্রী আপনার পাশে আইসা নির্লজ্জের মতো সাফাই গাইবে। একসময় অপরাধবোধ, লজ্জাশরম এইসব ব্যাপার ছিলো। কলির এই কালে, সেসবের বালাই নাই। হয় মাইনা নেন, না হয় দুইটা গালি দিয়া পাশ ফিরা শুইয়া পড়েন, যেহেতু কিছু করতে পারতেছেনইনা। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages