বিশ্বকাপ শেষ, স্টেডিয়ামগুলোর কী হবে এখন?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 July 2018

বিশ্বকাপ শেষ, স্টেডিয়ামগুলোর কী হবে এখন?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাশিয়া বিশ্বকাপ রিপোর্ট:
জাঁকজমক আয়োজন আর দারুণ পর্যটকবান্ধব পরিবেশ অনুষ্ঠিত হয়ে গেছে রাশিয়া বিশ্বকাপ। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তৈরি করা হয়েছিল ১২টি স্টেডিয়াম। গত ব্রাজিল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নাকি এখন ট্রাক-বাসের স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে! রাশিয়ার স্টেডিয়ামগুলোর কী হবে এখন? আশার কথা, ১২টি ভেন্যুর সবগুলোই মূলত ফুটবলের জন্যই থাকবে। এগুলো কনসার্ট কিংবা প্রদর্শনী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে না। এই ঘোষণা দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার ১১টি শহরে কোনো বড় ধরনের বিপদ বা নিরাপত্তাজনিত কোন দুর্ঘটনা ছাড়া বেশ সফলভাবেই পুরো টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বিশ্বকাপের সফলতায় সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা রাশিয়ার ভূয়সী প্রশংসা করেছে। এখন রাশিয়ার সামনে সময় এসেছে ব্যবহৃত ভেন্যু ও অবকাঠামোগুলো সঠিক ভাবে ব্যবহারের।
কালনিনগ্রাদে এক আলোচনা সভায় পুতিন বলেছেন, 'রাশিয়ান সরকার অন্তত আরো পাঁচ বছর পরে বিশ্বকাপের এই ভেন্যুগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য আর্থিক সহায়তা দিয়ে যাবে।'
তিনি বলেন, 'বিভিন্ন মতামতের ভিত্তিতে প্রদর্শনী, কনসার্ট, ট্যুরিজম ও বাণিজ্যিকভাবে ব্যবহারের যে আলোচনা হচ্ছে সেগুলো ঠিক আছে। কিন্তু আমি চাই প্রতিটি স্টেডিয়ামের যাতে নিজস্ব একটি ক্লাব থাকে, নাহলে এটিকে স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা যাবে না।'
রাশিয়া যখন ২০১৮ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করেছিল, তখনই পুতিন ঘোষণা দিয়েছিলেন বিভিন্ন ফুটবল ক্লাব যাতে তাদের হোম ভেন্যু হিসেবে পরবর্তীতে স্টেডিয়ামগুলো ব্যবহার করতে পারে সেটাই হবে তার মূল লক্ষ্য।
যে ১২টি স্টেডিয়ামে বিশ্বকাপে ব্যবহৃত হয়েছে, তার মধ্যে ৬টি একেবারে নতুন ও বিশ্বকাপ উপলক্ষ্যেই নির্মাণ করা হয়েছে। অন্যগুলো সংষ্কার করা হয়েছে। ১২টির মধ্যে ৬টি রাশিয়ান প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর হোম ভেন্যু। তবে এর মধ্যে আরো একটিকে জাতীয় স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি দেবার পরিকল্পনা রয়েছে।
যদিও বিশ্বকাপে কিছু কিছু স্টেডিয়াম এমন কয়েকটি শহরে নির্মিত যেখানে আর্থিক বিষয়টি একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। কালনিনগ্রাদ লিথুনিয়া ও পোল্যান্ডের মাঝামাঝিতে অবস্থিত রাশিয়ান একটি শহর যেখানে ৩৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। অথচ এই শহরের স্থানীয় ফুটবল দলটি রাশিয়ার দ্বিতীয় টায়ারে খেলে থাকে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages