একুশে মিডিয়া, নেত্রকোনা রিপোর্ট:
নেত্রকোনা জেলায় আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান। এই নিয়ে নেত্রকোনায় যোগদানের পর ৪ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তিনি।
রোববার (২৯ জুলাই) দুপুরে নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী নিজ কার্যালয়ে জেলা সদরের মডেল থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রকার অপরাধ দমনে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কাজের স্বীকৃতি স্বরূপ মো: বোরহান উদ্দিনের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন।
এর আগে, পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুন মাসে নেত্রকোনা জেলার ১০টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে সন্ত্রাস ও জঙ্গীবাদ দূরীকরণ এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রনসহ অন্যান্য কাজের স্বীকৃতি হিসেবে ৪র্থ বারের মতো বোরহান উদ্দিনকে মনোনীত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস, এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান, নেত্রকোনা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান ময়মনসিংহ রেঞ্জে দুইবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত ২৪ জুন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওসি বোরহান উদ্দিন খানকে সনদ, ক্রেষ্ট ও পুরষ্কার প্রদান করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাসহ বিভিন্ন প্রকার অপরাধ দমনে সাহসিকতায় ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলার উন্নতি অব্যাহত ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩৫ থানার মধ্যে নেত্রকোনা ওসি বোরহান উদ্দিন খানকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এ নিয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান বিডি২৪লাইভকে জানান, গত ১৩ মার্চ থেকে নেত্রকোনা জেলা সদরের মডেল থানায় তিনি দায়িত্ব পালন করে আসছেন। পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীর দিকনির্দেশনায় এবং পূর্ণ সহযোগিতা ও সমর্থনে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার।
তিনি আরও জানান, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে তার এ অভিযান অব্যাহত থাকবে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment