একুশে মিডিয়া:
ফরাসী কতৃপক্ষ বলছে, ফাইদের তিনজন সশস্ত্র সহযোগী একটি হেলিকপ্টার নিয়ে জেলখানার ভেতরে অবতরণ করে এবং তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
বিবিসির খবরে বলা হয়,৪৬ বছর বয়সী রেদোয়ান ফাইদ একজন গ্যাংস্টার। ডাকাতির অভিযোগে আদালত তাকে ২৫ বছর কারাদন্ড দেয়। ডাকাতির ওই ঘটনার সময় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।
রেদোয়ান ফাইদ এর আগে ২০১৩ সালেও একবার কারাগার থেকে পালিয়েছিলেন।সেবার চারজন কারারক্ষীকে জিম্মি করে এবং তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে এবং একের পর এক দরজা ভেঙে জেল থেকে পালান।
প্যারিসের একটি অপরাধ প্রবণ এলাকায় বড় হন তিনি। ২০০৯ সালে তার অভিজ্ঞতা ও বেড়ে উঠা নিয়ে একটি বইও লিখেন ফাইদ।
অপরাধ জগত থেকে ছেড়ে দেয়ার কথা জানিয়ে তার এক বছর পরই ব্যর্থ ডাকাতির চেষ্টায় আদালত তাকে ২৫ বছর সাজা দেন।
ফরাসী এক সংবাদ ওয়েবসাইটে বলা হয়, এই পালিয়ে যাওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।কারাগার থেকে উড়ে হেলিকপ্টারটি পরে গেনেজে এলাকাতে চলে যায়। স্থানীয় পুলিশ জানায় হেলিকপ্টারটি পুড়ে গেছে। সূত্র: বিবিসি।
No comments:
Post a Comment