আন্দোলন যৌক্তিক তবে ক্লাসে ফিরে যাও, শিগগির পরিবহন নিয়ে নতুন আইন: সেতুমন্ত্রী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 July 2018

আন্দোলন যৌক্তিক তবে ক্লাসে ফিরে যাও, শিগগির পরিবহন নিয়ে নতুন আইন: সেতুমন্ত্রী


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই সড়ক পরিবহন বিষয়ে নতুন আইন উত্থাপন হবে এবং সরকারের চলতি মেয়াদেই তা পাস করা হবে। সে পর্যন্ত তোমরা ধৈর্য ধরে ক্লাসে ফিরে যাও।
আজ বুধবার সকালে বনানীতে সেতুভবনে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন- ‘আগামী সোমবার (৬ আগস্ট) মন্ত্রিসভার পরবর্তী বৈঠক আছে। আইনমন্ত্রীকে ওই বৈঠকেই সড়ক পরিবহন আইন উত্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় আইনটি উত্থাপন করা হলে তা অনুমোদনের পর এই মেয়াদেই জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে তা পাস করা হবে বলে আমরা আশাবাদী।’
ওবায়দুল কাদের বলেন- ‘এই আইন পাস হলে সড়কের বিশৃঙ্খলা, দুর্ঘটনা, যানজট নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর ভূমিকা পালন করা যাবে। আমরা আইন পাস করছি। এটা একটা প্রক্রিয়ার বিষয়। সেই পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। তোমরা আন্দোলন বাদ দিয়ে ক্লাসে ফিরে যাও।’
মন্ত্রী আরও বলেন- ‘শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়েছে। এখানে প্রচণ্ড ইমোশন কাজ করেছে। এর বাস্তবতাও আছে। দু’জন মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে গেল। তার প্রতিবাদে এ ধরনের বিক্ষোভ অযৌক্তিক মনে করি না। এ ধরনের বিক্ষোভ হতেই পারে।’
উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ ‘সড়ক পরিবহন আইন ২০১৭’এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। খসড়া আইনে বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়। কিন্তু পরিবহন মালিক ও শ্রমিকরা এই খসড়া আইনের বিরোধিতা করায় প্রায় দেড় বছর পার হলেও আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়নি। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages