একুশে মিডিয়া বিনোদন রিপোর্ট:
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া একমাস (৩০দিন) সময় দিয়েছিলেন। কিন্তু ‘দহন’ সিনেমার শুটিং ১৮ দিনেই শেষ।
জানা যায়, অভিনয়শিল্পীদের কঠোর পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে এমন। দিনরাত এক করে শুটিং করেছেন। তিন-চার শিফটে শুটিং করেছেন। সিনেমার নায়ক সিয়াম বলেন,‘চরিত্রটাকে নিজের মধ্যে ধরে রাখতে অনেক পরিশ্রম করেছি। এমনও হয়েছে আমার পরিবারের মানুষদের সঙ্গেও ঠিকমতো দেখা সাক্ষাৎ হয়নি। সবমিলিয়ে ভালো একটি কাজ করতে পেরেছি।’
সকলের এই প্রচেষ্টায় ১২ দিনের খরচা বেচে গেছে প্রযোজকের। কম হলেও ২০ টাকা বেঁচে গেছে।
‘দহন’ ছবির দৃশ্যের শুটিং শেষ হলেও বাকি আছে দুটি গানের শুটিং। চলতি মাসের শেষ দিকে যার শুটিং হবে। ছবির পরিচালক রায়হান রাফী শুটিং শেষ করে ছবির সম্পাদনার কাজের জন্য তিনি গেছেন ভারতে।
গেল ৬ জুন শুরু হয় ‘দহন’ ছবির শুটিং। এফডিসি, টঙ্গি বস্তি, পূবাইল, শাহবাগসহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করা হয়। ছবিতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। ছবিতে সিয়ামকে দেখা যাবে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজা অভিনয় করছেন একজন পেশাদার গার্মেন্টস কন্যার চরিত্রে।
সিয়াম-পূজা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একুশে মিডিযা।
No comments:
Post a Comment