ডেলের ভস্ত্রো সিরিজের নতুন ল্যাপটপ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 29 July 2018

ডেলের ভস্ত্রো সিরিজের নতুন ল্যাপটপ-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, রিপোর্ট:
ডেলের অনুমোদিত পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো নতুন ডেল ভস্ত্রো সিরিজের ৫৩৭০ ও ৫৪৭১ ল্যাপটপ। অষ্টম প্রজন্মের কোর আই-৫ প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপগুলোতে রয়েছে ফিঙ্গার পাওয়ার সুবিধা।
এই ল্যাপটপগুলোতে রয়েছে ৮জিবি ডিডিআর৪ র‌্যাম, ১টিবি হার্ডডিস্ক ড্রাইভ ও ২৫৬জিবি সলিড স্টেট ড্রাইভ, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬২০ এবং এএমডি রেডিয়ন ৪জিবি গ্রাফিক্স। এছাড়াও ১৩.৩ ইঞ্চি এবং ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিস্প্লে যুক্ত এই ল্যাপটপ দুটিতে রয়েছে এন্টি গ্লেয়ার এলইডি ব্যাকলিট ডিসপ্লে।
গ্রে এবং সিলভার কালারের ল্যাপটপ দুটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে, থাকছে ৩ বছরের ওয়ারেন্টি।ল্যাপটপ দুটির মূল্য যথাক্রমে ৭১,৫০০ ও ৭৬,৫০০ টাকা। বিজ্ঞপ্তি। একুশে মিডিয়া।””

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages