একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ সোমবার ইতালিয়ান দলটির হয়ে অনুশীলনে নামার কথা রয়েছে পর্তুগিজ মহাতারকার।
বিশ্বকাপ পরবর্তী ছুটিতে বেশিরভাগ ফুটবল তারকারা। সমুদ্র সৈকত অথবা নাইট ক্লাবে দেখা যাচ্ছে প্রিয় বন্ধু অথবা পরিবারকে সঙ্গে নিয়ে।
তবে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী সময়টা কাটিয়েছেন ব্যস্ততার মাঝেই। বার্ষিক ‘সিআর সেভেন টুর’ এ চীনে ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে রোববার ইতালিতে পৌঁছান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
রোনালদো ছাড়াও এদিন তুরিন এয়ারপোর্টে নেমেছেন জুভেন্টাসের হয়ে খেলা আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা।
গোল ডট কম জানাচ্ছে, আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়াইন, ব্রাজিলের ডগলাস কস্তা, ফ্রান্সের ব্লেইস মাতুইদি, ক্রোয়েশিয়ার মারিও মানদুকিচ ও মার্কো জাকা, উরুগুয়ের রদ্রিগেজ বেন্টানকুরের মতো তারকারা আল্লিয়াঞ্জ স্টেডিয়াম আজ অনুশীলনে ঘাম ঝড়াবেন। সঙ্গে থাকছেন রিয়াল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রোনালদো। যদিও এটি দর্শকদের জন্য উন্মুক্ত নয়।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে অংশ নিতে জুভেন্টাস দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আগামী শনিবার রিয়াল মাদ্রিদের সঙ্গে মাঠে নামবে জুভিরা। যদিও এতে যোগ দেননি দলের সবচেয়ে বড় তারকারা।
আগামী ১৯ আগস্ট চিয়েভো ভেরোনার বিপক্ষে চলতি মৌসুম শুরু করবে জুভেন্টাস। ওই দিনই প্রথমবারের মতো সাদা-কালো জার্সিতে দেখা যাবে রোনালদোকে। একুশে মিডিয়া।’
তবে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী সময়টা কাটিয়েছেন ব্যস্ততার মাঝেই। বার্ষিক ‘সিআর সেভেন টুর’ এ চীনে ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে রোববার ইতালিতে পৌঁছান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
No comments:
Post a Comment