‘কোটা আন্দোলনকারী নয়, ভিসির বাড়িতে হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে’-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 17 July 2018

‘কোটা আন্দোলনকারী নয়, ভিসির বাড়িতে হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে’-একুশে মিডিয়া

ফাইল ছবি
একুশে মিডিয়া, ঢাকা, ১৮ জুলাই ২০১৮ ইং এএম রিপোর্ট:
কোটা আন্দোলনকারীদের নয়। আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে যারা অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং জিনিসপত্র লুটপাট করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা কারান্তরীণ দিবস উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করা হয়।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভিসির বাড়িতে হামলার ঘটনায় যে মামলা হয়েছে পুলিশ সে অনুযায়ী দায়ীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। যারা ভিসির বাসায় হামলা চালিয়েছিল তারা বাড়ির ক্যামেরা নষ্ট করে ফেলেছিল। তবে বাইরে কয়েকটি ক্যামেরার কারণে ফুটেজগুলো পাওয়া গেছে। সেসব ফুটেজ তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি বলেন, ছাত্রদের প্রতি আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী চিন্তা করছেন। তিনি সবকিছু সিস্টেম অনুযায়ী করেন। কোটা নিয়ে একটি কমিটি কাজ করছে। আশা করি এটারও সমাধান হয়ে যাবে।
অনুষ্ঠানে ডিআইজি মিজান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে অপরাধ করে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হয়। ডিআইজি মিজান অন্যায় করেছে কি-না সেটি ইনকোয়ারি (তদন্ত) হচ্ছে, তদন্তে প্রমাণিত হলে  একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages