ছবি : প্রতীকী
একুশে মিডিয়া, পাবনা রিপোর্ট:
পাবনার ভাঙ্গুড়ায় নববধূকে অপহরণের সময় রকিবুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। বুধবার (২৫ জুলাই) দুপুরে অষ্টমনিষা বাজারের প্রধান শিক্ষক আব্দুল খালেকের বাড়ির সামনে এঘটনা ঘটে। পুলিশে সোর্পদকৃত রকিবুল পার্শ্ববর্তী চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার আব্দুল মোমিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঐদিন রকিবুল সহ তিন যুবক উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের অষ্টমণিষা গ্রামের আব্দুল খালেকের ছেলে আকাশ ইসলামের নববিবাহিতা স্ত্রী মাহমুদা মৌ কে তার নিজ বাড়ির সামনে থেকে অটো ভ্যান গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই গৃহবধূ চিৎকার করলে স্থানীয়রা এসে রকিবুলকে আটক করলেও রকিবুলের সহযোগী দু’জন পালিয়ে যায়। পরে তাকে ইউনিয়ন পরিষদে বেঁধে রেখে মারধর করা হয়। বিকালে ওই বধূর পরিবার পুলিশকে খবর দিয়ে রকিবুলকে পুলিশে সোর্পদ করে।
এদিকে রকিবুল দাবি করেছে যে, বিয়ের পূর্বে চাটমোহর পৌর সদরের পৈলানপুর মহল্লার আব্দুল মান্নানের মেয়ে মাহমুদা মৌয়ের সাথে তার প্রেমের সর্ম্পক ছিলো। মৌয়ের আমন্ত্রণেই সে তার সাথে দেখা করতে এসেছে। কিন্তু এলাকাবাসী ভুল বুঝে তাকে আটক করেছে।
ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment