যেসব কারণে ‘নিষেধাজ্ঞায়’ পড়েছেন মোস্তাফিজ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 21 July 2018

যেসব কারণে ‘নিষেধাজ্ঞায়’ পড়েছেন মোস্তাফিজ-একুশে মিডিয়া

ছবিঃ সংগৃহীত
একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
২০১৫ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। শুরুতেই নান্দনিক পারফরম্যান্স করে আলোচনায় চলে আসেন সাতক্ষীরার এই ক্রিকেটার। যার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এরপর ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব পান উদীয়মান এই ক্রিকেটার। আর ফ্রাঞ্চাইজি সেই টুর্নামেন্ট গুলোতে খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হন মোস্তাফিজ।
এরপর থেকেই ইনজুরি আর পিছু ছাড়েনি মোস্তাফিজের। এতে করে জাতীয় দলকেও সেভাবে সেবা দিতে পারেনি বাংলাদেশের এই কাটার মাস্টার। বিসিবি সভাপতি নাজমুল হাসান তাই আগামী দুই বছর মোস্তাফিজকে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নিষেধ করেছেন।
‘বিদেশ থেকে বয়ে আনা সেই চোটের কারণে দেশের জার্সিতে খেলতে পারেননি তিনি। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে যে সার্ভিস পাওয়ার কথা ছিল তা তিনি দিতে ব্যর্থ হয়েছেন। যে কারণে আগামী দুই বছর বিদেশি কোনো লিগে মোস্তাফিজকে খেলার অনুমতি দেয়া হবে না’ বলে জানিয়েছেন নাজুল হাসান পাপন।
ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, ‘আমরা ওর বিরুদ্ধে হয়তো এতটা কড়া হতাম না। কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছে। বিদেশে টি-টোয়েন্টি লিগ থেকে চোট নিয়ে ফেরায় ওকে গুরুত্বপূর্ণ সময় জাতীয় দলের প্রয়োজনে পাওয়া যায়নি। বারবার ওর জন্য আমরা রিহ্যাবের ব্যবস্থা করেছি।’
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বশেষ আইপিএলে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। এ কারণে গত জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। ফিরতে পারেননি চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও। অথচ জাতীয় দলের জার্সিতে মোস্তাফিজের শুরুটা ছিল ভীষণ সম্ভাবনাময়। কিন্তু বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে মোস্তাফিজের বারবার চোটে পড়ার বিষয়টি বিসিবি সভাপতি মেনে নিতে পারছেন না।
আর তাই আগামী দুই বছরের জন্য দেশের বাইরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে মোস্তাফিজকে নিষেধ করেছেন তিনি। অর্থাৎ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগামী দুই বছর খেলতে পারবেন না এই পেসার।
‘বিদেশে ফ্রাঞ্চাইজি লিগে খেলে বারবার চোট নিয়ে দেশে ফেরা মোস্তাফিজ’ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবি তাকে সেবা-শুশ্রূষা করে সুস্থ করে তুলবে। আর সে বিদেশে খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হয়ে আসবে এটা হতে পারে না। আমি তাকে বলে দিয়েছি আগামী দুই বছর বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে না যাওয়ার জন্য।’
‘গত মার্চে ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে শেষবার বাংলাদেশের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার। বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না’ এমনটাই মনে করেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না। এটা সে সরাসরি মুখে বলে না। কিন্তু টেস্ট খেলার কথা উঠলেই ও বিভিন্ন উপায়ে এড়িয়ে যেতে চায়। তার কারণ ও বেশির ভাগ সময়ই চোট নিয়ে খেলে। টেস্ট খেললে আরও বেশি করে চোট পাওয়ার সম্ভাবনা থাকে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages