সিলেট সিটি নির্বাচনে আরিফুল হকের নির্বাচনী প্রচারণায় শেখ সুজাত -একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 July 2018

সিলেট সিটি নির্বাচনে আরিফুল হকের নির্বাচনী প্রচারণায় শেখ সুজাত -একুশে মিডিয়া


একুশে মিডিয়া, সিলেট সিটি নির্বাচনী রিপোর্ট:
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়ার নেতৃত্বে গাড়ি বহর নিয়ে শতাধিক নেতাকর্মী নিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আরিফুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন।
রবিবার (১৫ জুলাই) বিকেলে নির্বাচনী প্রচারণায় বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট, এলাকায় হবিগঞ্জ ১ আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া সাধারণ মানুষের কাছে ধানের শীষের প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান করেন । পরে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আরিফুল হকের গণসংযোগে যোগদান করেন।

গণসংযোগের ফাঁকে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক বলেন, জনগণের কাছ থেকে দূরে রাখার উদ্দেশ্যেই প্রায় তিন বছর আমাকে জনগণের কাছ থেকে দূরে রাখা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু আমি কখনো এসব কুচক্রী মহলের ষড়যন্ত্রের কাছে মাথা নথ করিনি,জনগণের পাশে ছিলাম আগামীতেও থাকবো ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজত বখত চৌধুরী সাদেক, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোস্তফা আল হাদী,বাহুবল যুবদলের সভাপতি হাজী সামছু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শিবলু, নবীগঞ্জ উপজেলার শ্রমিক দলের সভাপতি মোর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, নবীগঞ্জ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের (দল) সভাপতি সঞ্জয় কুমার দাশ নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলিসহ প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী ধানের শীষের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন । একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages