ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, কক্সবাজার, ১৮ জুলাই ২০১৮ ইং রিপোর্ট:
সত্যি ধন্য এ মা। যিনি নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়ে গেলেন সন্তানকে। রোজিনা মারা গেলেও বুকে আগলে রেখে সম্পূর্ণ অক্ষত রেখেছেন তার শিশুকন্যা মিথিলাকে (৩)। বিন্দু পরিমাণ আঁচড়ও লাগতে দেননি শিশুটির গায়ে।
কক্সবাজার জেলার উখিয়ায় বাঁশ বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে দুর্ঘটনায় নিহত হন রোজিনা আক্তার (২৬)। রোহিঙ্গা শিবিরে ‘মুক্তি’ নামের একটি এনজিওতে কর্মরত ছিলেন তিনি।
এক প্রত্যক্ষদর্শী শফিক আজাদ বর্ণনা করছিলেন মর্মস্পর্শী সেই ঘটনাটি। আজাদ বলেন, ‘দুর্ঘটনার শিকার লোকগুলোকে উদ্ধারের শুরুতেই এক রোহিঙ্গা নারী ও তার সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর উদ্ধার করা হয় রোজিনার লাশ। ওই সময় তার বুকে আগলে রাখা অবস্থায় একটি শিশুর দেখা মেলে। সবাই ধারণা করছিল, ওই শিশুটিও বোধহয় মারা গেছে। কিন্তু মায়ের বুক থেকে বের করে দেখা যায়, ওই শিশুটি সম্পূর্ণ অক্ষত। আর তা দেখে সবাই হতবাক হয়ে যাই।’
জানা যায়, রোজিনা ‘মুক্তি’ নামের একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কক্সবাজারে কর্মরত ছিলেন। সন্তানকে নিয়েই প্রতিদিন কর্মস্থলে যেতেন রোজিনা। তাকে রোহিঙ্গা শিবিরে স্থাপিত ফ্রেন্ডলি সেন্টারে রেখে নিজের কাজ করতেন রোজিনা।
পুলিশ জানায়, রোজিনার লাশ স্বামী মনজুর আলমের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো ট্রাকের মালিককে শনাক্ত করা যায়নি।
উল্লেখ্য, গত সোমবার সকাল ৯টায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে টমটম ও সিএনজি। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। আহত হয় কমপক্ষে বিশজন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment