ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। আজ (১৯ জুলাই) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসায় তার হাতে ফুল দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এর আগে তিনি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সাথে সম্পৃক্ত ছিলেন।
শাফিন আহমেদ জাতীয় পার্টিতে যোগ দেয়ার পর হুসেইন মুহাম্মদ এরশাদ গণমাধ্যমে জানান, খুব শিগগিরই আরো অনেকে জাতীয় পার্টির পতাকাতলে আসবেন। বিএনপি অংশ না নিলে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। আর বিএনপি ভোটে অংশ নিলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment