ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বিরাট কোহলি আর আনুশকা শর্মার পর এবার বিয়েতে চমক দিচ্ছেন তারা। আগেই জানা গেছে, ভারতে নয়, বলিউডের এই জনপ্রিয় জুটি দেশের বাইরে কোথাও বিয়ের পরিকল্পনা করছেন।
সম্প্রতি জানা যায়, মেয়ের বিয়ের ভেন্যু চূড়ান্ত করার জন্য ইতালি গেছেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। তাদের বিয়েটা ইতালিতেই হচ্ছে। আগামী ১০ নভেম্বর হবে তাদের বিয়ে হওয়া কথা রয়েছে। দুই পরিবারের লোকজন বসে বিয়ের তারিখ চূড়ান্ত করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রণবীর সিং আর দীপিকার বিয়ে হবে ইতালির লেক কোমো অঞ্চলে। আল্পসের পাদদেশের এই হ্রদ অঞ্চল খুবই মনোরম। জায়গাটা বর-কনে দুজনেরই খুব পছন্দ হয়েছে। বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে হয়েছিল ইতালির তাস্কানিতে।
ইতালির লেক কোমোর এই অঞ্চলটি তৃতীয় বৃহত্তম হ্রদ। আর এটি ইউরোপের গভীরতম হ্রদের মধ্যে একটি। সেই রোমান সময় থেকে ধনী পর্যটকদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ের ব্যাপারে ইঙ্গিত দিয়ে রণবীর সিং বলেন, কর্মজীবন আর ব্যক্তিগত জীবনে এখন থেকেই ‘ব্যালান্স’ করছেন।
ধারণা করা হচ্ছে, বিরাট কোহলি আর আনুশকা শর্মার পর ২০১৮ সালে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ে হবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের।
ফিল্মফেয়ার সাময়িকীর অনলাইন সংস্করণ আগেই জানিয়েছে, এই দুই তারকার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিয়ের তারিখ জানা গেছে। আগামী ১০ নভেম্বর হবে তাদের বিয়ে। দুই পরিবারের লোকজন বসে বিয়ের তারিখ চূড়ান্ত করেন।
বিয়ে নিয়ে দুই পরিবারে জোর প্রস্তুতি চলছে। সম্প্রতি হায়দরাবাদের একটি পরিচিতি গয়নার দোকান থেকে মার সাথে বের হতে দেখা গেছে দীপিকাকে। এদিকে বিয়ের পর মুম্বাই আর দীপিকার জন্মস্থান বেঙ্গালুরুতে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment