গাড়িতে চড়েন গৃহকর্মী, পরেন ২৫ লাখের গয়না!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

গাড়িতে চড়েন গৃহকর্মী, পরেন ২৫ লাখের গয়না!-একুশে মিডিয়া

গ্রেফতার গৃহকর্মী
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
বাসা বাড়িতে গৃহকর্মী থাকাটা একেবারেই স্বাভাবিক। কিন্তু সেই গৃহকর্মী যদি হয় লাখপতি! তার নিজের যদি থাকে দামি গাড়ি, আর গায়ে পরেন লাখ লাখ টাকার গয়না! তাহলে অবশ্যই বিষয়টি অস্বাভাবিক। আবার সন্দেহেরও কারণ। অস্বাভাবিক হলেও এমনই এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আর গ্রেফতারের পর পরেই তার রাজকীয় কাহিনী এখন ‘টক অব দ্য সিটি’।
গত বৃহস্পতিবার রাতে গীতা নামে ওই গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন বাড়িতে কাজ করে প্রায় ২৫ লাখ টাকার গয়নার মালিক হয়েছিলেন গীতা। তবে সবটাই হয়েছে তার চুরির কারণে। এমনকি একটি গাড়িও রয়েছে গীতার।
পুলিশের দাবি, গীতাকে ‘ডাকাত রানি’ বললেও ভুল হবে।
জানা গেছে, কলকাতার বেহালার পর্ণশ্রীর বাসিন্দা স্নেহাংশু ভট্টাচার্যের বাড়িতে সম্প্রতি চুরি হয়। বাড়ি থেকে বেশকিছু গয়না, টাকা এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যায়।
এরপর স্নেহাংশু থানায় একটি চুরির অভিযোগ করেন। তবে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। তদন্তে নেমে পুলিশ ওই বাড়ির গৃহকর্মীকে গ্রেফতার করেন।
প্রথমে গীতা চুরির ঘটনা অস্বীকার করেন। কিন্তু পুলিশ গীতার বিষয়ে খোঁজখবর শুরু করে। এর আগেও ওই পরিচারিকার নামে অভিযোগ দায়ের হয়েছিল বিভিন্ন থানায়। যথেষ্ট তথ্যপ্রমাণ না মেলায় প্রতিবারই ছাড়া পেয়ে যান।
এবার হঠাৎ গীতার বাড়িতে হানা দেয় নারী পুলিশের সদস্যরা। এক দিকে জেরা, অন্যদিকে শুরু হয় তল্লাশি। ঘর থেকে এক এক করে ৯৬টি সোনার গয়না পাওয়া যায়। উদ্ধার হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি মেডেল। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages