একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
ভারতের সাথে ২০১৫ সালে বোলিং কারিশ্মায় আলোচিত হোন কাটার মাস্টার মোস্তাফিজ। কিন্তু ফ্রেঞ্চাইজি লীগি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ১ম আইপিএল তিনি নিয়ে আসেন হাতের কনুইতে ইনজুরি।
এয়ার এবার নিয়ে আসলেন পায়ের পাতায় ইনজুরি। আর এতেই টনক নড়েছে বিসিবির। আজ আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে আগামী ২ বছরের জন্য সব ধরনের বিদেশী ফ্রেঞ্চাইজি ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো: বিসিবি।
এই ব্যাপারে বিসিবি বস নাজমুল পাপন বলেন ,’ “মুস্তাফিজ বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ছে। আর দেশকে সার্ভিস দিতে পারছে না। আমি মনে করি এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য না। আমাদের বোর্ডে থাকবে। বোর্ডই তার দেখভাল করবে। আবার ওদের জন্য খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে জাতীয় দলের হয়ে খেলবে না। আবার তাকে আমরা ঠিক করবো। এটা হতে পারে না। আমি তাকে বলে দিয়েছি, আগামী দুই বছরের মধ্যে তার বাইরে যাওয়া চলবে না।। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment