‘সর্বনাশ এভাবেই হয়’, সরকারের উচিত ছিল!, তসলিমা নাসরিনের প্রতিক্রিয়া-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 23 July 2018

‘সর্বনাশ এভাবেই হয়’, সরকারের উচিত ছিল!, তসলিমা নাসরিনের প্রতিক্রিয়া-একুশে মিডিয়া

ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
মালায়লাম ভাষায় প্রকাশিত সাপ্তাহিক ‘মাত্রুভূমি’ ম্যাগাজিনে প্রকাশিত হতো ভারতের কেরালা রাজ্যের লেখক এস হরিস তার বিতর্কিত ধারাবাহিক উপন্যাস মিসা। সম্প্রতি এ উপন্যাসটি প্রতাহারের ঘোষণা দিয়েছেন তিনি। কট্টোর হিন্দু ধর্মাবলম্বীদের বিরোধিতার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।
স্থানীয় হিন্দুদের সংগঠন হিন্দুসভার প্রতিবাদের প্রেক্ষিত্রে শনিবার (২১ জুলাই) তিনি সেটি প্রত্যাহারের ঘোষণা দেন।
হরিসের উপন্যাস প্রত্যাহারের ঘোষণায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
হরিসের এ সিদ্ধান্তের সঙ্গে দ্বীমত পোষণ করেছেন তসলিমা নাসরিন। তিনি তার ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন, মালায়ালি লেখক এস হরিস তার ধারাবাহিক উপন্যাস ‘মাত্রুভূমি’ ম্যাগাজিন থেকে নিজের ধারাবাহিক উপন্যাস সরিয়ে নিয়েছেন। কারণ কিছু উগ্র ডানপন্থী লোকের হুমকি পেয়েছেন তিনি।

তসলিমা লেখেন, ‘না, এভাবে আপস করাটা উচিত হয়নি। লেখকের উচিত ছিল লিখে যাওয়া, মাত্রুভূমির উচিত ছিল লেখা প্রকাশ করে যাওয়া, সরকারের উচিত ছিল মৃত্যুর হুমকি দেয়া লোকজনকে গ্রেফতার করা, আর লেখকের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা।’
এরপর তসলিমা লেখেন, ভয় পেয়ে নিজের মত প্রকাশ করা থেকে বিরত থাকলে মুখ বুজে থাকাটাই অভ্যাস হয়ে যায়। মুখ বুজে থাকাটাই রীতি হয়ে যায়। বাক-স্বাধীনতার সর্বনাশ এভাবেই। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages