একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে টাইগাররা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয় টাইগার দুই ওপেনারের। প্রথম ওভারে আসে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে জেসন হোল্ডারের করা তৃতীয় বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাটেন এনামুল হক বিজয়। আউট হওয়ার আগে করেন ৩ বলে ০ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮ রান।
উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচে রানের খাতা খুলতে পারেননি এনামুল হক বিজয়। আরেক ওপেনার লিটন কুমার দাস হাঁকিয়ে ছিলেন হাফ সেঞ্চুরি। তবুও মূল মঞ্চে সুযোগ পেয়েছিলেন এনামুল। কিন্তু প্রথম ওয়ানডেতে ব্যর্থ ডানহাতি ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৮/১ (৪ ওভার)
আউট: এনামুল হক বিজয়।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজে একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্রা বিশু, আশলে নার্স ও আলজারি জোসেফ। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment