রাতে দেশ ছাড়ছেন ওয়ানডে অধিনায়ক-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 16 July 2018

রাতে দেশ ছাড়ছেন ওয়ানডে অধিনায়ক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ক্রীড়া ১৬ জুলাই ২০১৮ ইং রিপোর্ট:
শঙ্কা ছিল মাশরাফি বিন মর্তুজার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এই সফরে না যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল বলা যায়।
কারণ, মাশরাফির সহধর্মীণী সুমনা হক বেশ কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। এতটাই অসুস্থ ছিলেন যে হাসপাতালেও ভর্তি করানো লাগে।
বাসা-হাসপাতাল নিয়ে ব্যস্ত থাকায় করতে পারেননি ঠিকমত অনুশীলনও। যার জন্য ওয়ানডে অধিনায়ক সাহস পাচ্ছিলেন না এই সফরে যাওয়ার।
হাসপাতাল থেকে বাসায় ফিরে স্ত্রী সুমনা হকও সুস্থ হয়ে উঠছেন তাই নিজেকে সরিয়ে নিতে পারেননি মাশরাফি। শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন।
আজ রাত ১টা ৩০মিনিটে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দেশ ছাড়বেন বলে জানা গেছে।
বাংলাদেশ ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।
ওয়ানডে সিরিজ সূচি
প্রথম ওয়ানডে (গায়ানা)
২২ জুলাই, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
দ্বিতীয় ওয়ানডে (গায়ানা)
২৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা
তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস)
২৮ জুলাই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages